খেলাধুলা

চীন সফর বাতিল করে এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে মেসিরা

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫ ১৫:১৬

অক্টোবরে চীন সফরের পরিকল্পনা বাতিল করে নতুন ঠিকানায় পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এ সফরে তারা মুখোমুখি হবে লাতিন আমেরিকার চিরচেনা প্রতিপক্ষ মেক্সিকোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের শিকাগোর বিখ্যাত সোলজার ফিল্ডে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে।

২০২২ কাতার বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ এক ম্যাচে। সেদিন লিওনেল মেসির দুর্দান্ত এক গোল এবং এনজো ফার্নান্দেজের নিশ্চিতকরণে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। অনেকেই মনে করেন, সেই ম্যাচ থেকেই শুরু হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রূপকথা।

এবারের লড়াই আরও জমবে বলেই ধারণা করা হচ্ছে, কারণ ম্যাচটি হবে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে। যেখানে দুই দলেরই বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে।

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর অক্টোবরের ফিফা উইন্ডোতে এটিই হবে আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাই এই প্রীতি ম্যাচকেই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির সূচনা হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকেরা।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচ ছাড়াও যুক্তরাষ্ট্র সফরে আরও একটি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। সম্ভাব্য ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, যেখানে সম্প্রতি ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালও এখানে হওয়ার কথা।

তবে ভক্তদের সবচেয়ে বড় কৌতূহল, এই ম্যাচে কি দেখা যাবে লিওনেল মেসিকে? চোট কাটিয়ে সদ্য জাতীয় দলে ফেরা এই মহাতারকা ফিট থাকলে তার মাঠে নামার সম্ভাবনাই বেশি।
 

খেলাধুলা থেকে আরো পড়ুন