প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ ২৩:৫৪
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত "জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫" চলাকালে ফুটসাল ভেন্যু ব্যবহারে ভুল বোঝাবুঝির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে এ ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এক ঘণ্টার জন্য ফুটসাল মাঠ ভাড়া নিয়ে খেলা শুরু করেন।
তবে নির্ধারিত সময় শেষে তারা আরও দেড় ঘণ্টা অতিরিক্ত মাঠ দখলে রেখে খেলায় অব্যাহত রাখেন।
এর মধ্যে পরবর্তী সময়ের জন্য ভেন্যু বুকিং করা অন্য খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে আপত্তি জানান। এতে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু হয় হাতাহাতি। পরে তা রূপ নেয় সংঘর্ষে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে যান।
সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম।
আহতদের নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হামলাকারীরা জয়বাংলা স্লোগান দিয়ে এ হামলা চালায়।
পুলিশ বলেছে এ হাতাহাতির ঘটনায় কোন রাজনৈতিক সম্পৃক্ততার প্রমান পাওয়া যায়নি।
সিলেট থেকে আরো পড়ুন