প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ ২২:৩৩
২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল আর কোরিওগ্রাফার-ইউটিউবার ধনশ্রী ভার্মা। করোনা লকডাউনের সময়ে শুরু হওয়া তাদের প্রেম ভক্তদের কাছে ছিল ক্রিকেট আর সৃজনশীলতার এক সতেজ মিশেল। ইনস্টাগ্রামে প্রায়ই মজার মুহূর্ত আর রোমান্টিক ছবি শেয়ার করে দ্রুতই তারা হয়ে ওঠেন ‘ফ্যান ফেভারিট’ দম্পতি।
কিন্তু সময়ের সাথে ছবিটা পাল্টাতে শুরু করে। ধীরে ধীরে তারা একে অপরকে আনফলো করেন, সোশ্যাল মিডিয়া থেকে একসাথে তোলা ছবি মুছে দেন, আর দুজনের আলাদা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে মিডিয়ায়। শেষমেশ ২০২৫ সালের ২০ মার্চ মুম্বাইয়ের পারিবারিক আদালতে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
এ দুই তারকার সম্পর্ক না টিকলেও শুরুতে দুজনই এক অপরকে দারুণ পছন্দ করেছিলেন। দুজনই দুজনকে বেশ প্রশংসা করতেন। ধনশ্রী প্রকাশ্যে জানাতেন চাহালকে কতটা শ্রদ্ধা করেন। ২০২৩ সালে রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে তিনি বলেছিলেন, “ওর সবচেয়ে বড় গুণ হচ্ছে ভদ্রতা। চাহালের মধ্যে কোনো ভান নেই, দূর থেকে যেমনটা দেখা যায়, কাছে থেকেও ও আসলে তেমনটাই।”
এদিকে সম্পর্কের শুরুতে প্রথম যোগাযোগ কিন্তু মোটেও রোমান্টিক ছিল না। লকডাউনের সময় চাহাল টিকটক আর ইনস্টাগ্রামে ধনশ্রীর নাচের ভিডিও দেখে তার কাছে নাচ শেখার আগ্রহ প্রকাশ করেন। চাহালের ভাষায়, “আমি ওকে ডিএম করেছিলাম। লকডাউনে হাতে সময় ছিল, নতুন কিছু শিখতে চেয়েছিলাম। প্রথম দুই মাস শুধু নাচ নিয়ে কথা হতো, কোনো ফ্লার্ট না, বন্ধুত্বও না, শুধু ক্লাস।”
ধীরে ধীরে নাচের বাইরে চলে আসে তাদের আলাপ। চাহালের ভাষায়, একদিন চাহাল ধনশ্রীকে জিজ্ঞেস করেন, “‘লকডাউনের মধ্যেও তুমি এত খুশি কিভাবে?’ এরপরই ও নিজের জীবনের কথা শেয়ার করা শুরু করে। ওর এনার্জি ভালো লেগেছিল। আমি যেমন নিজের চেষ্টায় এখানে এসেছি, ও-ও তেমনি। আমি মাকে বলেছিলাম এই মেয়েটাকে আমি পছন্দ করি। তারপর ওকে সরাসরি বলেছিলাম, আমি ডেট করতে চাই না, সরাসরি তোমাকে বিয়ে করতে চাই। আমি নিশ্চিত ছিলাম।”
এদিকে দুজনের বিচ্ছেদের দিন চাহালের পোশাকও শিরোনামে চলে আসে। আদালতে তিনি পরেছিলেন এক টি-শার্ট যাতে লেখা ছিল, “Be Your Own Sugar Daddy”। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে এসে চাহাল সেই টি-শার্টের আসল গল্প জানান, তিনি বলেন, “আমার কোনও নাটক করার ইচ্ছে ছিল না, আমি শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম এবং সেটা আমি দিয়েও ফেলেছি।” চাহাল স্পষ্ট করেন যে তাঁর উদ্দেশ্য বিতর্ক তৈরি করা ছিল না, সেখানে তিনি এটাও ইঙ্গিত দেন, তাঁকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা হয়েছিল ধনশ্রীর দিক থেকে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে।
খেলাধুলা থেকে আরো পড়ুন