ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আর এই ট্রান্সফারের পেছনে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি নিজেই, এমনটাই জানিয়েছেন দে পল। তিনি জানিয়েছেন, মেসি নিজে আলোচনায় যুক্ত হয়ে নিশ্চিত করেন যেন দে পলের মায়ামিতে যাওয়ার স্বপ্ন বাস্তব হয়।
ইএসপিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডি পল বলেন, “যখন এটা সত্যি হলো, সেটা ছিল এক অসাধারণ আনন্দ। মেসি এই আলোচনায় সরাসরি জড়িত ছিল, সে নিশ্চিত হতে চেয়েছিল সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। সে খুবই মনোযোগী ছিল। ট্রান্সফার শেষ হতেই মেসি আমাকে ফোন করল। পরদিন সকালে ক্লাবে এসে দেখা করল, জানতে চাইল আমি কেমন আছি, কী লাগবে। এটা নিছক বন্ধুত্বের প্রকাশ, আর আমার জন্য দারুণ একটা মুহূর্ত।”
ডি পল আপাতত চলতি বছরের শেষ পর্যন্ত লোনে খেলবেন ইন্টার মায়ামির হয়ে। এরপর চুক্তি স্থায়ী হলে চার বছরের জন্য ‘ডিজিনেটেড প্লেয়ার’ হিসেবে তাকে রাখবে ক্লাবটি। ডি পলের মতে, এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিল মেসির সঙ্গে ক্লাব ফুটবলে খেলতে পারার সুযোগ।
“আমি আর লিও সবসময়ই এক ক্লাবে খেলার স্বপ্ন দেখতাম। জাতীয় দলের যে সফলতা, সেটা ক্লাবেও নিয়ে আসতে চাইতাম। এরপর এই স্বপ্নটা রূপ পেতে শুরু করে। আমার অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে এক বছরের চুক্তি বাকি ছিল। এসময় ইন্টার মায়ামির মালিক জর্জ মাস মাদ্রিদে এলেন,” বলেন ডি পল।
“অ্যাটলেটিকো মাদ্রিদের মালিকের সঙ্গে ভালো সম্পর্ক আছে জর্জ মাসের। এরপর ধীরে ধীরে বিষয়টা গতি পায়। আমরা স্বপ্নটা নিয়ে আলোচনা শুরু করি, প্রতিদিন লিওর সঙ্গে একই ক্লাবে মাঠ ভাগাভাগি করার।”
“যে কেউ লিওকে চেনে, জানে সে সবসময় জিততে চায়। সে সর্বোচ্চ প্রতিযোগী, দলের সঙ্গে কিংবা দেশের হয়ে সবসময়ই জয়ের জন্য খেলে। আমি জানতাম কোথায় আসছি, এখানে আমার কাছ থেকে কী প্রত্যাশা থাকবে। আমার বয়স, অভিজ্ঞতা, অবস্থান- সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছি,” বললেন ডি পল।
“লকার রুম আমাকে অবাক করেছে। সত্যি বলতে ভালোভাবে অবাক করেছে। কিছু খেলোয়াড়কে চিনতাম, কিছু নতুন ছিল। কিন্তু যেভাবে তারা কাজ করে, যতটা পরিশ্রম করে, যেভাবে ক্লাবের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ- সবই দারুণ। ক্লাবটা ক্রমেই বড় হচ্ছে, আর বড় হতে হলে ট্রফি জিততেই হবে।”
ইন্টার মায়ামির জার্সিতে ডি পলের অভিষেক হয়েছে বুধবার রাতে। ২০২৫ লিগস কাপের উদ্বোধনী ম্যাচে অ্যাটলাসের বিপক্ষে ২-১ গোলে জেতে মায়ামি। ম্যাচের শেষ মুহূর্তে মার্সেলো ওয়েইগানডট গোল করে নিশ্চিত করেন জয়।
খেলাধুলা থেকে আরো পড়ুন