জাতীয়

নির্বাচনের তফসিল ঘোষণা কবে জানালেন ইসি সানাউল্লাহ

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ ২২:১৭

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভেটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। 

তিনি জানান, পোস্টাল ব্যালোটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা। প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।

 

সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

জাতীয় থেকে আরো পড়ুন