গণহত্যার দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টকশোতে কটূক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি, দুঃশাসন ও অপকর্ম আড়াল করতে তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু কোটি মানুষের ভালোবাসায় অধিষ্ঠিত তারেক রহমানের জনপ্রিয়তায় এই কটুক্তির কোনো প্রভাব পড়বে না।
তিনি অবিলম্বে শফিউল আলম নাদেলের এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
বিবৃতিতে কয়েস লোদী আরও বলেন, তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই আন্দোলনকে দমন করতেই সরকার মিথ্যাচার, কুরুচিপূর্ণ অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নেতা যুগান্তকারী ভূমিকা রেখেছেন, তাঁদের আদর্শ, নেতৃত্বগুণ ও অবদান জাতির ইতিহাসে অমলিন। তারেক রহমান শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি একজন সংগ্রামী রাজনীতিবিদ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক। বিভ্রান্তির মাঝে তিনি দিকনির্দেশনা দেন, অপপ্রচারের বিপরীতে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করেন।
বিবৃতির মাধ্যমে কয়েস লোদী দেশের গণতন্ত্রপ্রত্যাশী জনগণকে তারেক রহমানের পাশে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান
সিলেট থেকে আরো পড়ুন