সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওয়াহাব আলী (৫০)’কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ওয়াহাব আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত নছিব উল্লাহ’র পুত্র।
শুক্রবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে ওয়াহাব আলীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগের মামলা নং-১০(তাং ২২.০৬.২৫)।পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রনক্ষেত্রের ঘটনায় প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।
ঘটনার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার লিখিত অভিযোগপত্রে ১০৫ জনের নাম উল্লেখ ও আরোও ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত ছিলেন গ্রেফতারকৃত আওমীলীগ নেতা ওয়াহাব আলী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আওয়ামীলীগ নেতা ওয়াহাব আলীকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
সিলেট থেকে আরো পড়ুন