সিলেট

সিলেট- তামাবিল সড়কে যাত্রীবাহী বাস খাদে: ২৮জন আহত, নিখোঁজ ২

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ ২২:০৬

সিলেটের জাফলং থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ইমজা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটি জাফলং থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করছিল। কাটাগাং এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়, যেখানে প্রায় ৮-৯ ফুট পানি ছিল।

ওসি আরও জানান, স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০-৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটির নাম্বার সিলেট মেট্রো: ব-১১-০০০৩, যার আসন সংখ্যা ৩৬টি। এরই মাঝে জলে নিমজ্জিত বাসটি টেনে ডাঙ্গায় তোলা হয়েছে।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে তলব করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন