সিলেট

সিলেটে ২ আওয়ামী লীগ নেতা গ্রে ফ তা র

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ ২১:৩৭

সিলেট নগরীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 বুধবার (৩০ জুলাই) নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল রিভার ভিউর সামনে থেকে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন (৪১)-কে গ্রেফতার করা হয়।

পরদিন বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর লামাবাজার বিলপাড় এলাকা থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন (৬০)-কে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে লামাবাজার এলাকায় বসবাস করেন।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আলী খান জানিয়েছেন, তারা দুজনই কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া সশস্ত্র হামলার মামলায় এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন