খেলাধুলা

‘লিটনের আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে’

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ ২২:৩১

বাংলাদেশের ওয়ানডে দলেই নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন না লিটন দাস। উইকেটরক্ষক এই ব্যাটার টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেও নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তিনি ১১ বল খেলে ৬ রান করেই আউট হন। 

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ ডাম্বুলায় সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, অধিনায়ন লিটন আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন


তিনি বলেন, ‘ঠিক, তার (লিটন) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে অনেক কাজ করছি, যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে, শুরুটা ভালো করবে এবং নিজের সামর্থ্যটা প্রমাণ দেবে।’

এদিকে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন জাকের আলী। তবে তিনি প্রথম টি-টোয়েন্টিতে তার দলে না থাকা নিয়ে রহস্য তৈরি নয়। এ নিয়ে আজ সিমন্স বলেন, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। আজ রাতে তার অবস্থা দেখা হবে, এরপর কালকের ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’

তিনি আরও বলেন, ‘সবার বাস্তববাদী হওয়া উচিত। জাকের চোটে পড়েছিল, তাই আমাদের বিকল্প খেলোয়াড় খেলাতে হয়েছে। এই ফরম্যাটে কেউ ওপেন করছে, কেউ পাঁচে বা ছয়ে ব্যাট করছে। মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না—তাই একজন ব্যাটারকে খেলাতে হয়েছে।’

খেলাধুলা থেকে আরো পড়ুন