গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে নগরীর কাজিরবাজার অভিযান চালায় সেনাবাহিনীর একদল সদস্য। তাদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন শাহরিয়ার নজরুল শাওন।
এসময় কাজিরবাজারের মেসার্স এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ১৫৭ বস্তা অবৈধ সুপারি জব্দ করা হয় যার বাজারমূল্য ১৩ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। মেসার্স আজিজুর রহমান এন্ড ব্রাদার্স থেকে ১৪২ বস্তা সুপারী যার বাজারমুল্য ১০ লাখ ৪৯ হাজার ৪০০টাকা ও মেসার্স কয়েস এন্ড ব্রাদার্স থেকে ৩০৮ বস্তা সুপারী যার বাজারমূল্য ২০ লাখ ২ হাজার টাকা, জব্দ করা হয়।
জব্দকৃত মোট ৬০৭ বস্তা সুপারীর বাজারমূল্য ৪৩ লাখ ৬১ হাজার ১৫০ টাকা।
পরে জব্দকৃত সুপারীগুলো ভোর সাড়ে ৪টার দিকে ৪৮ বিজিবির নায়েব সুবেদার মো. হযরত আলীর নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন অভিযানে উপস্থিত থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সজিব।
এসময় রাজস্ব কর্মকর্তা শেখ সোহেলও উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন