খেলাধুলা

বাংলাদেশের বদলে আগস্টে যাদের বিপক্ষে খেলবে ভারত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ ২১:১৪

চলতি বছরেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। দুই দলের তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আসন্ন আগস্ট মাসেই। তবে চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের সেপ্টেম্বরে সফরটি করবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

এদিকে বিসিসিআই ওই সময়টাতেই শ্রীলঙ্কার সঙ্গে সীমিত ওভারের একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছে। ভারতের এক সংবাদমাধ্যম জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে।


প্রাথমিকভাবে জানা গেছে, ওই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকতে পারে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কা আগস্টের শেষে জিম্বাবোয়ে সফরে যাবে, তাই তার আগেই সিরিজটি আয়োজন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগও স্থগিত হয়ে গেছে। যা হওয়ার কথা ছিল জুলাই–আগস্টে। তাই ওই সময় ভারত–শ্রীলঙ্কা সিরিজ করা যায় কিনা সেই চেষ্টা চলছে। এর আগে ভারত ২০২৩ সালে শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল।

খেলাধুলা থেকে আরো পড়ুন