দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলার ওপর দিয়ে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এমন সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
ঝড়ের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এ ধরনের ঝড় হঠাৎ করে শুরু হতে পারে এবং অল্প সময় স্থায়ী হলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান ও ছোট ট্রলারের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে নদী ও উপকূলীয় অঞ্চলে অবস্থানরত নৌযান এবং স্থানীয় জনগণকে সর্তক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তাই স্থানীয় প্রশাসন, নৌযান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের আবহাওয়া পরিস্থিতির দিকে সতর্কভাবে নজর রাখতে হবে।
এদিকে, যারা নদীপথে যাতায়াত করছেন বা মাছ ধরার কাজে নৌকায় অবস্থান করছেন, তাদেরও সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন