নতুন অতিথি আগমনের অপেক্ষায় দিন গুনছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। এরইমধ্যে নায়িকা প্রকাশ করেছেন বেবিমুনের ছবি। তা দেখে অনুরাগীরা যখন উচ্ছ্বসিত ঠিক তখন খবর এলো, হাসপাতালে ভর্তি কিয়ারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঢিলেঢালা হলুদ শার্ট পরে হাসপাতালে ঢোকেন কিয়ারা। সঙ্গে ছিলেন স্বামী ও শাশুড়ি। এ সময় সিদ্ধার্থের মুখে ছিল চিন্তার ছাপ। এদিকে সন্তান জন্মদানের সময় ঘনিয়ে আসতেই কিয়ারার মা ছুটে এসেছেন মেয়ের কাছে। হাসপাতালের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে কিয়ারার বাবাকে।
গেল মার্চে জানা যায়, মা হতে চলেছেন কিয়ারা। এরপর থেকে বাইরে চলাফেরার সময় রাখছেন ছাতা। ফলে মুখ দেখা যাচ্ছে না অভিনেত্রীর। হাসপাতালেও ছাতা নিয়ে ঢুকেছিলেন। ফলে মুখ দেখা যায়নি অভিনেত্রীর।
কয়েক বছর ধরে মন দেওয়া-নেওয়ার পর ২০২৩-এ ঘর বাঁধেন সিদ্ধার্থ-কিয়ারা। তবে প্রেমের সময় সতর্কতার সঙ্গে গোপনীয়তা বজায় রাখছিলেন তারা। যদিও শেষের দিকে হাঁড়ি ভাঙেন করণ জোহর। এক কফি আড্ডায় দুজনের ভিতরের খবর বের করে এনেছিলেন নির্মাতা।
বিনোদন থেকে আরো পড়ুন