শহীদ পরিবাররা যাতে অসহায়বোধ না করে সেদিকে নজর রাখা আমাদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৭ জুলাই) সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলন শহীদ পরিবারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলে, জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীর সেনানিদের পরিবারকে পূর্নবাসন করতে হবে যাতে করে তারা কোনো সময় অসহায়বোধ না করে। ফ্যাসিস্ট হাসিনা পনরো বছরে ২০ হাজার মানুষকে হত্যা করেছে ৬০ লক্ষ মানুষকে মিত্যা মামলা দিয়েছে ১৭শ মানুষকে গুম করেছে। এখন আমাদের প্রধান দায়িত্ব শহীদ পরিবারকে পূর্নবাসন করা।
শহীদ পরিবাররের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতাসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি থেকে আরো পড়ুন