খেলাধুলা

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব আল হাসান

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ১৫:২৩

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে তার দেশে ফেরাও একপ্রকার অনিশ্চিত। তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন তিনি।

এর মাঝেই যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও দল পেয়েছেন সাকিব। এই টুর্নামেন্টটিতে তাকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার। আগামী আসরে আটলান্টা ফায়ারের হয়ে খেলতে দেখা যাবে তাকে।

এর আগে আটলান্টা ফায়ারের খেলেছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার নাসির হোসেন। ২০২২ সালে মাইনর লিগ ক্রিকেটে নাসির হোসেনকে দেখা গিয়েছিল। এই বাংলাদেশি অলরাউন্ডার খেলেছিলেন আটলান্টা ফায়ারে। 

উল্লেখ্য, আট মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও টেস্ট আর ওয়ানডে ক্রিকেট খেলার আগ্রহ প্রকাশ করছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। 

কিন্তু গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। সেই সঙ্গে তার নামে  দেওয়া হয়েছে হত্যা মামলা।

খেলাধুলা থেকে আরো পড়ুন