বাংলাদেশ

সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ২১:২৬

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক একই পরিবারের শিশুসহ ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে কয়া বিওপির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- খুলনা জেলার দক্ষিণ টুটুপাড়া গ্রামের পড়ান মুরাদ মোড়ল (৩৪), সাগরিকা বেগম (২৫) রমজান (৮), মুসকান (৫)  মেয়ে আমেনা (২)।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর দৌলা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ। তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাঙ্গাড়ি দোকানে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। এর পর বুধবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই ৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে তাদের পাঁচবিবি থানায় পাঠানো হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে

বাংলাদেশ থেকে আরো পড়ুন