বিনোদন

মেহজাবীনের আসল নাম কী? 

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ ২১:২১

প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরাই একজন অভিনয়শিল্পীর কাজ। এই কাজটি নিপুণভাবে করেন মেহজাবীন চৌধুরী। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। জানেন কি দর্শকপ্রিয় এই অভিনেত্রীর আসল নাম?

হ্যাঁ, মেহজাবীন চৌধুরী নামে সহকর্মী শুভানুধ্যায়ীদের কাছে পরিচিত হলেও অভিনেত্রীর আসল নাম এটি না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন এ তারকা। তিনি জানান, সবাই ‘মেহজাবীন’ ডাকলেও তার নামের উচ্চারণ ‘মেহজাবী’, যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হবে না।

তার কথায়, ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’

অভিনেত্রী জানান নাম মেহজাবী হলেও আত্মীয় কিংবা পরিবারের কেউ এ নামে ডাকেন না তাকে। তাদের কাছে তিনি জেনিফার। আর বন্ধু মহলে ‘জেনি’। অন্যদিকে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মেহু’ নামে। নামটি খুব পছন্দ মেহজাবীনের।

গেল বছর বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীনের। প্রিয় মালতী সিনেমাটি দিয়ে প্রেক্ষাগৃহে মন কেড়েছেন দর্শকের। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। ঝুলিতে ভরেছে পুরস্কার। 
 

বিনোদন থেকে আরো পড়ুন