শিক্ষা

ভুয়া সনদে চাকরিতে দুই শিক্ষক বরখাস্ত

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ ১৫:৪৫

ভুয়া সনদে দুই শিক্ষককে বরখাস্ত করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ, সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় নরসিংদীর শেখেরগাঁও জে ইউ ফাযিল মাদ্রাসার দুই শিক্ষকের এমপিও বাতিল করা হয়।

রোববার (২৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদফতরের অর্থ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এনটিআরসিএর গত ২৮ মের একটি স্মারকের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, শেখেরগাঁও জে ইউ ফাযিল মাদরাসার দুই শিক্ষক শুভ (প্রভাষক, আইসিটি; ইনডেক্স নম্বর : গ০০৩৬***) এবং চুলাইমান (প্রভাষক, আরবী; ইনডেক্স: গ০০৫২***) তাদের এনটিআরসিএ সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে উল্লিখিত দুই শিক্ষকের ইনডেক্স বাতিল করা হয়েছে।

এতে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষকে সতর্ক করে আরও বলা হয়েছে, ভবিষ্যতে যেন এমন কোনো জাল সনদধারীর আবেদন পাঠানো হয়। পাশাপাশি, বর্ণিত দুই শিক্ষক ইতোমধ্যে সরকারি খাত থেকে যে বেতন-ভাতা উত্তোলন করেছেন, তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বেতন ফেরত এবং আইনগত পদক্ষেপ নিতে গাফিলতি বা শৈথিল্য দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই এর দায়দায়িত্ব বহন করতে হবে।
 

শিক্ষা থেকে আরো পড়ুন