সিলেট

জি-২০ শেষ, কপ-২৬ শুরু

ধরিত্রী রক্ষায় বিশ্বনেতারা বসছেন

প্রকাশ: ১৪ জুলাই ২০২১ ০২:০১

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে বিজ্ঞানীদের ভয়াবহ হুঁশিয়ারির মধ্যেই রোববার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৬)। ধরিত্রীকে বাঁচাতে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে স্কটল্যান্ডের গ্লাসগোর ‘স্কটিশ এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স সেন্টারে’ বসছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ শতাধিক বিশ্বনেতা সম্মেলনে উপস্থিত থাকবেন। এদিকে ইতালির রোমে শেষ হয়েছে ধনী দেশগুলোর জোট জি-২০ সম্মেলন। এতে আন্তর্জাতিক ন্যূনতম করপোরেট কর চুক্তি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে একমত হয়েছেন বিশ্বের ক্ষমতাধর দেশের নেতারা। সম্মেলনে কোভিড মহামারিবিষয়ক আলোচনাও প্রাধান্য পেয়েছে।

এবারের কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ)-২৬ উদ্দেশ্য হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে যে সিদ্ধান্ত এর আগে নেয়া হয়েছিল তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের বলিষ্ঠ সিদ্ধান্তের প্রত্যাশা করা হচ্ছে এবারের সম্মেলনে। ১২ নভেম্বর পর্যন্ত চলা সম্মেলনে ১৯৬টি দেশের প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে কীভাবে কার্বন নিঃসরণ কমাবেন এবং পৃথিবী নামক গ্রহকে সাহায্য করবেন, তার ঘোষণা দেবেন। অর্থ ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার উন্নয়নশীল দেশগুলোকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে সম্মেলনে জোর বিতর্ক হবে।

সম্মেলনের প্রথম দিন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) প্রকাশিত জলবায়ু পরিস্থিতি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সম্মেলনে অংশ নিতে বেশিরভাগ বিশ্বনেতাই রোববার সন্ধ্যার দিকে গ্লাসগো পৌঁছান। অনেক নেতাই যান রোমে জি-২০ সম্মেলন শেষ করে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে রোববার খুব বেশি আলোচনা হয়নি। এদিন জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বক্তৃতা দেন। সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যোগ দিয়েছেন ডেভিড অ্যাটেনবরো ও গ্রেটা থুনবার্গের মতো সুপরিচিত পরিবেশকর্মীরাও। বিশ্বনেতাদের চাপে ফেলতে গ্লাসগোতে শনিবার বিক্ষোভ-সমাবেশ করেছেন শত শত মানুষ। এতে যোগ দেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও।

করপোরেট কর ও জলবায়ু ইস্যুতে সম্মত জি-২০ : বিশ্বের সর্বত্র ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর আদায়ে সম্মত হয়েছেন বিশ্বের ক্ষমতাধর দেশের নেতারা। যুক্তরাষ্ট্র প্রথম এই কর চুক্তির প্রস্তাব করে। এটি রোববার আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ২০২৩ সাল থেকে এটি বাস্তবায়ন হতে পারে। করপোরেট করারোপের এ ঐতিহাসিক সিদ্ধান্তকে বৈশ্বিক অর্থনীতির জন্য ‘গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসাবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। রোমে জি-২০-র খসড়া ঘোষণায় জোটনেতারা তাপমাত্রা যেন প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে দেড় ডিগ্রির বেশি উপরে না উঠে, তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

দরিদ্র দেশে ২০ কোটি ডোজ টিকা দেবে কানাডা : দরিদ্র দেশগুলোকে আগামী বছরের মধ্যে ২০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। জি-২০ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো। কোভ্যাক্সের মাধ্যমে ২০২২ সালের শেষ নাগাদ এ টিকা দেবেন বলে তিনি জানান।

সিলেট থেকে আরো পড়ুন