করোনা মহামারির চুড়ান্ত রুপ দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যেই প্রচণ্ড তুষারঝড়ে আরো বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। প্রচণ্ড তুষারঝড়ে দেশটির নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়ার স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। করোনার টিকাদান কর্মসূচীও আপাতত স্থগিত রাখা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পথঘাট পুরু বরফে ঢেকে গেছে। সেই সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া বইছে। এই তুষার ঝড়ের কবলে পড়তে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে। তুষারঝড় আমেরিকায় নতুন কিছু নয়। কিন্তু এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ঙ্কর বলে বিবেচনা করা হচ্ছে।
পরিস্থিতির দিকে নজর রেখে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সিতে। এ এলাকার বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গেছে। ঝড় হচ্ছে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। আপাতত তাই ঘরবন্দি ঝড়ের কবলে পড়া শহরের বাসিন্দারা।
নিউইয়র্কের করোনা টিকাকরণও আপাতত বন্ধ রাখা হয়েছে। শহরের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, এটি ভয়ঙ্কর ও জীবন বিপন্ন করা অবস্থা।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন