সিলেট

শহিদ তুরাবের নাম স্থান পেল গ্যালারিতে 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ ২১:৫০

নয়া দিগন্তে পত্রিকার ব্যূরো চিফ ছিলেন। স্বৈরাচারের আমলে যেখানে অসংগতি আর অনিয়ম সেখানে সংবাদ সংগ্রহের তাগিদে ছুটে যেতেন এটিএম তুরাব। ২০২৪ সালের ১৯ জুলাই দিনটি ছিলো শুক্রবার যেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হোন জাতির এই বিবেক

এবার তার নাম স্থান পেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারিতে যেখানে বড় করে নামফলক লাগানো হয়েছে যার নাম 'শহিদ তুরাব স্ট্যান্ড'। শনিবার বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের আগের দিন স্টেডিয়ামের গ্যালারিতে এই নাম সংযুক্ত করে বিসিবি। এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি এ দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

শহিদ সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ হওয়াতে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও বেশ আনন্দিত। 

এ বিষয়ে সাংবাদিক সাদিকুর রহমান সাকি বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহিদ সাংবাদিক তুরাবের মৃত্যুতে আমরা মর্মাহত ছিলাম। যদিও অনেক আগেই তার নামে গ্যালারি হওয়া উচিত ছিলো তবে অবশেষে হওয়াতে আমরা আনন্দিত। 

বাংলাদেশ জিম্বাবুয়ের সিলেট টেস্ট যেখানে ভিন্নমাত্রা যোগ করছে সেখানে তুরাবের নামে গ্যালারি হওয়াতে সকলের মতোই আনন্দিত মাঠ কর্মীরাও।

সিলেট থেকে আরো পড়ুন