খেলাধুলা

হতাশার কালো মেঘ কাটিয়ে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ 

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতাকে ভুলে নতুন করে কালো মেঘ কেটে নতুন শুরুর অপেক্ষায় সিলেটের মাটিতে আশায় বুক বেধেছে টিম টাইগার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ ১৯:১২

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতাকে ভুলে নতুন করে কালো মেঘ কেটে নতুন শুরুর অপেক্ষায় সিলেটের মাটিতে আশায় বুক বেধেছে টিম টাইগার। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে জিম শেষ করে পুরো ধমে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে অনুশীলনে মুশফিক শান্তদের উচ্ছ্বসিত দেখা গেছে। 

এর আগে, সকালে বৃষ্টি হানায় অনুশীলন পুরোপুরি অনুশীলন করতে পারেনি টিম টাইগার। নির্ধারিত সময়ের আগেই বৃষ্টি বাধায় ড্রেসিং রুম ছেড়ে সোজা টিম হোটেলে ফিরে যায় সফরকারীরা। 

তবে দলটির অনুশীলনে এদিন ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট ও শন উইলয়ামসদের চোখে মুখে জয়ের ক্ষুধা লক্ষনীয় ছিলো। সবশেষ টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। এবার সেই হারের জবাব দিতে মরিয়া আফ্রিকার দলটি।

খেলাধুলা থেকে আরো পড়ুন