প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৫ ২০:১০ (শনিবার)
এশিয়া কাপের প্রাথমকি দল ঘোষণা বাংলাদেশের

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এ টুর্নামেন্টকে সামনে রেখে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী মাসেই অনুষ্ঠিত হবে এসিসির এ টুর্নামেন্ট। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে আজ প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আজ ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক দলে অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস। ঘোষিত দলে আছেন অনেক তরুণ ক্রিকেটারও। এছাড়াও থাকছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররাও।


আগামী ৬ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। ঘোষিত দলের সদস্যরা শুরুতেই ফিটনেস ক্যাম্পে অংশ নেবেন। ১৪ আগস্ট পর্যন্ত ফিটনেস ক্যাম্পের পর ১৫ তারিখ থেকে স্কিল ক্যাম্প শুরু হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৮ আগস্ট পর্যন্ত স্কিল ক্যাম্পের পর তা সরে যাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে এশিয়া কাপের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে যারা আছেন তাদের মধ্যে ৫ জন খেলবেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে। তারা হলেন, রুল হাসান সোহান, নাঈম শেখ, সাইফ হাসান, হাসান মাহমুদ ও মাহিদুল ইসলাম অঙ্কন। আগামী ৭ আগস্ট এ সিরিজে খেলার উদ্দেশ্যে এ দলের সাথে দেশ ছাড়বেন তারা। 

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: 

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।