
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুজিবুর রহমান রুহিত নামে এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার(১১জুলাই) রাতে তাকে সিলেটের শাহপরান (রহ.) গেট থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
রুহিত সিলেটের শাহপরান (রহ.) থানার চৌমুহনী এলাকার রাজন মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি বলেন, শুক্রবার নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য রুহিতকে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি। এর আগেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তখন তিনি জামিনে বের হন। আরেকটি মামলায় শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।