প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ২১:০৯ (রবিবার)
রাস্তায় যৌন হেনস্তা ও মারধরের শিকার অভিনেত্রী

মাঝে মাঝেই অভিনেত্রীদের যৌন হেনস্তার খবর শোনা যায়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখেরও রয়েছে এ অভিজ্ঞতা। জনসমক্ষে এক বার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা। 

ফাতিমা কথায়, ‘এক বার এক ব্যক্তি আমাকে খুব খারাপ ভাবে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সে লোকটাও আমাকে পাল্টা মারে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি তাঁর গায়ে হাত তুলেছিলাম। কিন্তু সেই লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারে এবং আমি পাড়ে যাই।’


অভিনেত্রী যোগ করেন, ‘এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়েছি। ওইদিনের পর বুঝতে পারলাম, এ ধরনের পরিস্থিতি কীভাবে মোকাবেলা করব। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, কী প্রতিক্রিয়া জানাব!’

ওই সাক্ষাৎকারে আরও একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ফাতিমা। অভিনেত্রী জানান, করোনা অতিমারির সময়ে মাস্ক পরে মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন তাঁর পিছু নিয়েছিলেন এক টেম্পোচালক। ফাতিমাকে দেখে অদ্ভুত শব্দ করছিলেন তিনি। বাড়ির গলিতে প্রবেশ করা পর্যন্ত ফাতিমার পিছু নিয়েছিলেন ওই টেম্পোচালক।

বলে রাখা ভালো, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাচী ৪২০’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে বলিউড অভিষেক হয় ফতেমার। এরপর অভিনয় করেছেন একগুচ্ছ সিনেমায়। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ সিনেমায় ভারতীয় কুস্তিগির গীতা ভোগাত এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন।