প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৫ ২১:১১ (রবিবার)
‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান! 

সালমান খান ছাড়া বিগবস কল্পনাই করা যায় না। স্বভাবসুলভ উপস্থাপনার মাধ্যমে রিয়েলিটি শোটি জনপ্রিয় করে তুলেছেন। এজন্য মোটা পারিশ্রমিকও পকেটে ভরেন ভাইজান। শোনা গেল নতুন সিজনে নাকি তা আরও বাড়িয়ে নিচ্ছেন পর্দার টাইগার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। আগামী মাসের শেষে প্রিমিয়ার হওয়ার কথা। পরবর্তী সাড়ে পাঁচ মাস ধরে টানা চলবে এই শো। আর সেই শো বাবদ গতবার যেখানে ২৫০ কোটি নিয়েছিলেন সালমান। এবার সেখানে ৩০০ কোটিরও বেশি নিয়েছেন।

‘বিগ বস ১৭’র জন্য সালমান পেয়েছিলেন ২০০ কোটি টাকা। দুই বছর আগের তুলনায় প্রায় এক শ কোটি বেশি আয় করতে চলেছেন এবার। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সালমান। মুখে তালা শো কর্তৃপক্ষেরও। তবে ঠিকই চর্চায় চলে এসেছে বিষয়টি। 

সালমানকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’সিনেমায়। তার বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি। মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।