প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ১৭:৫০ (মঙ্গলবার)
সিলেট টেস্ট: ১৯১ রানে অল আউট বাংলাদেশ

সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতাই পূঁজি বাংলাদেশ দলের। টস জিতে ব্যাট করা কিংবা বৃষ্টির বাগড়াই নয়, শান্ত-মমিনুলের ব্যাট ছাড়া কারো ব্যাটই হাসেনি সিলেটের মাঠে। ফলে ১৯১ রানেই অল আউট হয়ে দিন পার করল টাইগাররা। 

দিনশেষে মমিনুল হকের ১০০ বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য কিছুই অর্জন করেনি বাংলাদেশ। 

জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন মুজারাবানি ও মাসাকাদজা। দুটি করে উইকেট নেন নিয়াউচি ও মাধেবেরে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১/১০ (খালেদ ০*; সাদমান ১২, জয় ১৪, শান্ত ৪০, মুশফিক ৪, মুমিনুল ৫৬, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, জাকের ২৮, নাহিদ ০)