প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ১৩:৫১ (মঙ্গলবার)
সিলেট টেস্ট: বৃষ্টিতে দ্বিতীয় সেশনে বিঘ্ন

 


 


সকাল থেকেই সিলেটের আকাশ ছিলো ঘন কালো মেঘে ঢাকা। এরমধ্যেই নির্বিঘ্নে প্রথম সেশনের পর লাঞ্চ বিরতিতেই নামে বৃষ্টি। মাত্রা তীব্র না হলেও লাঞ্চের পর খেলা সময় মতো শুরু হতে পারেনি।

রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৩২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর ৫২ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

দুপুর ১২টা ৪০ মিনিটে লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশন শুরুর কথা থাকলেও দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা শুরু হয়নি। এক পশলা বৃষ্টির পর ভেজা মাঠ শুকিয়ে খেলা শুরু করা হবে।